রাঙ্গুনিয়ার পোমরা বঙ্গবন্ধু মডেল কে.জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত বুধবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শুরুতে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশনা এরপর মশাল জ্বেলে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। পরে একে একে দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, বিস্কুট খেলা, বালিশ খেলা, চেয়ারখেলাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেন কোমলমতী শিক্ষার্থীরা। এতে মিকি মাউস মাসকট‘র ব্যতিক্রমী উপায়ে উপস্থিতি শিশু ও উপস্থিত অতিথিবৃন্দের মুগ্ধ করেছে। এদিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ ছানোয়ারা বেগম। অতিথি ছিলেন পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন, পোমরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. ওমর ফারুক, কেজি স্কুলটির প্রতিষ্ঠাতা সদস্য এস এম সাইফুল ইসলাম খোকন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোটন দাশ। অতিথিবৃন্দের বক্তব্য শেষে শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শুরু করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষিকা মস্তুরা বেগম, সহকারী শিক্ষক জহির উদ্দিন মুন্না, সাগর দে, জুবায়েদ আল জাবের, অন্তর দাশ, স্কুলের অফিস সহায়ক বাপ্পি দে। এতে শিক্ষার্থীর অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।