আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত রাঙ্গুনিয়া উপজেলার পোমরা তাহেরিয়া সাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা,খাজা গরীব নেওয়াজ জাহেদা বেগম হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির উদ্যোগে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটির (রহ🙂 ওরশ, মাদ্রাসার সালানা জলসা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গত ১২ মে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদূর রহমান। এতে মেহমানে আলা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটির সাবেক মহাসচিব মুহাম্মদ শাহাজাদা ইবনে দিদার। প্রধান ওয়ায়েজ ছিলেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। মাদ্রাসা সুপার মুছলেহ উদ্দিন জাবেদের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ মারফাতুন নূর, অধ্যক্ষ শাহ আলম, জোনাইদুল আলম চৌধুরী, মোজাহেরুল হক রফিক, জসিম উদ্দিন শাহ, নূর মোহাম্মদ মেম্বার, আলী শাহ নেছারী, নুরুল আবছার নয়ন, মো. ইলিয়াছ উদ্দিন, তাওহিদুল ইসলাম জব্বার, নাজেরুল ইসলাম, মমতাজুল হক, মো. রাজু, মো. সেলিম, মো. সোলাইমান, মো. সুমন, মো. জাহেদ, মো. তাজু, মো. বাছা প্রমুখ। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।