পোপ ফ্রান্সিসের চিরপ্রস্থান

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে চিরবিদায় নিলেন। ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফারেল গতকাল সোমবার এক বিবৃতিতে পোপের মৃত্যুসংবাদ জানিয়ে বলেন, ২১ এপ্রিল সকাল ৭টা ৩৫ মিনিটে (স্থানীয় সময়) রোমের বিশপ ফ্রান্সিস স্বর্গীয় পিতার কাছে ফিরে গেছেন।আর্জেন্টিনার ধর্মযাজক জর্জ মারিও বারগোলিও ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হয়ে ফ্রান্সিস নাম নেন। ২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন পোপ ফ্রান্সিস।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন আবদুল্লাহ আল নোমান
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন