পোড়া তেলে চিকেন ফ্রাই তৈরি, চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

| রবিবার , ১৪ জুলাই, ২০২৪ at ১০:১১ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পোড়া তেলে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুটি বেকারি ও একটি হোটেল মালিককে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে ফয়’স লেকের ব্রেডকো বেকারিকে ৫৫ হাজার, পাহাড়তলীর নিউ শাহি বেকারিকে ৩০ হাজার ও পাহাড়তলী কলেজ রোডের মেম্বার হোটেলে পোড়া তেলে চিকেন ফ্রাইসহ খাবার তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

পূর্ববর্তী নিবন্ধলামায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচেকের মামলায় বোয়ালখালীর চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান গ্রেফতার