পোড়া ঘরে স্ক্র্যাপ কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, কিশোরের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর মহেশখালীতে স্থানীয় বিবদমান দুই গ্রুপের মধ্যে এলাকা ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সমর্থিত একটি গ্রুপের পুড়িয়ে দেওয়া বাড়িঘরে স্ক্র্যাপ কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনায় গতকাল বুধবার বিকেল ২টায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আবু ইছা (১২)। সে একই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজিজুল হকের পুত্র। এলাকাবাসী জানান, নিহত কিশোর আবু ইছা স্ক্র্যাপ কুড়িয়ে বিক্রি করতো। বুধবার বিকেল ২টায় কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনায় পুড়িয়ে দেওয়া বাড়িঘরে স্ক্র্যাপ কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এলাকাবাসী পরিবারের কাছে খবর দিলে ছেলেটির পিতামাতা এসে লাশটি নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধওয়ালজকে নিয়ে প্রথম প্রচারণায় কমলা হ্যারিস
পরবর্তী নিবন্ধশিপ ব্রেকিং ইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের