মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন তার প্রথম বিদেশ সফরে যাবেন ইউরোপে, সেই খবর সংগ্রহ করতে ওয়েশিংটন থেকে ভাড়া করা উড়োজাহাজ নিয়ে উড়াল দিতে প্রস্তুত একদল সাংবাদিক। কিন্তু পথ আটকালো একপাল পোকা। খবর বিডিনিউজের।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, রানওয়েতে ওই উড়োজাহাজের ইঞ্জিন দখল করে নিয়েছিল উচ্চিংড়ে বা ঘুরঘুরে পোকা। ফলে ওই বিমান আর ওড়ানো যায়নি। পাঁচ ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর আরেকজন পাইলট এবং আরেকটি উড়োজাহাজ এসে উদ্ধার করলেন সেই সাংবাদিকদের।