চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, আমি জয়ী হতে পারলে গ্রামকে শহর করার প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করব। চট্টগ্রামের প্রত্যেক উপজেলা ও সিটি কর্পোরেশনে সমবণ্টনের মাধ্যমে উন্নয়ন করা হবে। বাংলাদেশের যেকোনো জেলা থেকে চট্টগ্রামের উন্নয়নে বেশি প্রকল্প আনার চেষ্টা থাকবে আমার।
গতকাল শনিবার বিকেলে আনারস প্রতীকের সমর্থনে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, চট্টগ্রাম ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি খালেদ মাহমুদ, চবির অধ্যাপক সেকান্দর চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বেদারুল ইসলাম, আকতার হোসেন খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম পিন্টু, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোনাফ চেয়ারম্যান, ফটিকছড়ির নানুপুর ইউপি চেয়ারম্যান শফিউল আজম, সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, আবদুল্লাপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম, সাবেক চেয়ারম্যান হাসান সরোয়ার আজম প্রমুখ।
এর আগে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করীম চৌধুরীর পিতা একেএম ফজলুল কবির চৌধুরী ও মাতা সাজেদা কবির চৌধুরীর কবর জেয়ারত করেন এটিএম পেয়ারুল ইসলাম।