সীতাকুণ্ডে পেয়ারার লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে মো. মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ ডিসেম্বর সংঘটিত ঘটনায় ভুক্তভোগী শিশুটির মায়ের মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষক মামুন সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা বাজার এলাকার মৃত চাঁদ মিয়ার পুত্র। মামলার সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর দুপুরে মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন তার মা রোকেয়া বেগম। এসময় প্রতিবেশী কয়েকজন শিশু তাকে জানায়, মামুন পেয়ারা খাওয়ার লোভ দেখিয়ে তার মেয়েকে নিয়ে গেছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে কুমিরা বাজার সংলগ্ন বদির সিএনজি গোডাউনের পেছনের বাগানে কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। মামলার বাদী রোকেয়া বেগম জানান, মামুন ঊচ্ছৃঙ্খল, মাদকাসক্ত ও দুশ্চরিত্র প্রকৃতির। সে তার মেয়েকে পেয়ারার লোভ দেখিয়ে সিএনজি গোডাউনের পেছনের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। পরে তাকে বাগানের ভেতর বিবস্ত্র অবস্থায় ফেলে পালিয়ে গেছে। তাকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।