বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল পেশির চোটে (স্ট্রেইন) ভুগছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও চোটটা গুরুতর কিছু নয়।
মঙ্গলবার নিজের এই চোট নিয়ে জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট জুলিয়ান ক্যালেফাতোর সাথে আলোচনা করেন তামিম।
প্রধান নির্বাচক বলেন, ‘তামিম সামান্য স্ট্রেইনের ইনজুরিতে ভুগছে। এটা গরমের কারণে হতে পারে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আরও একদিন অপেক্ষা করতে হবে। তারপর জানা যাবে। গুরুতর কিছু মনে হলে আমরা ব্যবস্থা নেবো। তবে আপাতত মনে হচ্ছে এটা তেমন কিছু না।’