আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় তিনি পেশা উল্লেখ করেছেন ব্যবসা। সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন কামিল হাদিস (এমএ)।
হলফনামায় মোহাম্মদ আবু সুফিয়ান অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান এবং অন্যান্য স্থাবর সম্পত্তি থেকে ভাড়া বাবদ বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা এবং তার নির্ভরশীলদের আয় দেখিয়েছেন ৬ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা। নগদ টাকা আছে ৮৭ লাখ ২৪ হাজার ৮৫৩ টাকা এবং স্ত্রীদের নামে নগদ আছে যথাক্রমে ৫০ লাখ ৬৪ হাজার ১১৭ টাকা এবং ১ লাখ ৭৬ হাজার ১৫৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা আছে ২ লাখ ৩৩ হাজার ৮৭৩ টাকা। বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেলের অধিগ্রহণকালে নিজ নামে মূল্য দেখিয়েছেন ১৮ লাখ টাকা এবং এক স্ত্রীর নামে দেখিয়েছেন ৪৮ লাখ ৫০ হাজার টাকা। সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরে তৈরি গহনা নিজ নামে অধিগ্রহণকালে মূল্য উল্লেখ করেছেন ৫ লাখ টাকা। স্ত্রীদের নামে আছে যথাক্রমে ৩ লাখ টাকা এবং ১ লাখ ৫০ হাজার টাকা। ইলেকট্রনিক পণ্য অধিগ্রহণকালে নিজ নামে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং এক স্ত্রীর নামে দেখিয়েছেন ৫০ হাজার টাকা। নিজ নামে আসবাবপত্রের মূল্য দেখিয়েছেন ৩ লাখ ৫০ হাজার টাকা এবং এক স্ত্রীর নামে দেখিয়েছেন ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে মূল্য দেখিয়েছেন ১ কোটি ৩৮ লাখ টাকা এবং স্ত্রীদের নামে ৬০ লাখ করে মোট ১ কোটি ২০ লাখ টাকা।
এছাড়া হলফনামায় মোহাম্মদ আবু সুফিয়ান স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে ৫ শতক কৃষি জমির অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ২ লাখ ৭৫ হাজার টাকা। নিজ নামে ৫ শতক অকৃষি জমির নিজ নামে অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১০ লাখ টাকা, স্ত্রীদের নামে যথাক্রমে ১৪ শতকের মূল্য দেখান ২ লাখ ৫০ হাজার টাকা এবং ২ দশমিক ৪ শতকের মূল্য দেখান ১ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীদের নামে একটি সেমিপাকা ঘরের মূল্য দেখান ১০ লাখ টাকা এবং অপর একটি তিনতলা ভবনের মূল্য দেখান ২০ লাখ টাকা। ৬টি ফ্ল্যাটের অধিগ্রহণকালে আর্থিক মূল্য দেখিয়েছেন ৬০ লাখ টাকা, সরকারি জমি লিজ নিয়ে ৫০ শতক মাছের খামারের অধিগ্রহণকালে মূল্য দেখান ২২ হাজার টাকা। স্থাবর সম্পদের বর্তমান আর্থিক মূল্য দেখিয়েছেন ৩ কোটি টাকা এবং স্ত্রীদের নামে যথাক্রমে ৭৫ লাখ টাকা এবং ৮২ লাখ টাকার।
অপরদিকে মোহাম্মদ আবু সুফিয়ান হলফনামায় তার বিরুদ্ধে বিভিন্ন সময় হওয়া ২৩টি মামলার বিবরণ দেন। তার মধ্যে বর্তমানে একটি মামলা চলমান রয়েছে বলে উল্লেখ করেন।












