কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে বাসযোগে চট্টগ্রামের দিকে আসার সময় দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক দুইজন হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার মৃত জহির আহম্মেদের ছেলে মীর আহমেদ ফরহাদ (২৩) ও বুড়িচং এলাকার মৃত নাসির আহমেদের মেয়ে কিরনা বেগম (২২)। গত ২৬ ডিসেম্বর রাত ১০ টার দিকে সীতাকুণ্ড এলাকার জাফরাবাদস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আসা তিশা প্লাটিনাম প্রাইভেট লিমিটেড পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, আটক দুইজনই পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন তারা দেশের সীমান্ত অঞ্চলগুলো থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করে আসছেন।