পেলোসি তাইওয়ানে গেলে পরিণতি মারাত্মক হবে : চীন

| বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের গুঞ্জন চীনকে ক্ষুব্ধ করার পাশাপাশি হোয়াইট হাউসের জন্যও তা গুরুতর ভূরাজনৈতিক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেইজিং যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে, পেলোসি যদি তার সফর নিয়ে অগ্রসর হন, তাহলে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর দেশটির তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসি। যদি চীনের হুঁশিয়ারি অগ্রাহ্য করে তিনি তাইওয়ান চলেই যান, তাহলে ১৯৯৭ সালের পর স্বশাসিত দ্বীপটিতে যাওয়া সবচেয়ে উচ্চপদস্থ মার্কিন রাজনীতিক হবেন তিনি।
তার এই সম্ভাব্য তাইওয়ান সফরের গুঞ্জন চীনকে অস্থির করে তুলেছে। চীন তাইওয়ানকে তার নিজের বিচ্ছিন্ন প্রদেশ মনে করে; একদিন না একদিন প্রদেশটি মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিত হবে বলেও মনে করে তারা। সেই ধারণা বাস্তবায়নে প্রয়োজনে বলপ্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয় না বেইজিং।
যুক্তরাষ্ট্র তাইওয়ানকে চীনের অংশ মেনে নিয়ে ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন জানালেও তাইওয়ানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ কূটনৈতিক ও সামরিক যোগাযোগ রয়েছে। সামপ্রতিক সময়ে ওয়াশিংটন-তাইপে মাখামাখিও চীনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে তারা তাইওয়ানে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপস্থিতির ব্যাপারে একের পর এক সতর্কবার্তা দিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধউহানের সেই বাজার থেকেই কোভিডের উৎপত্তি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ