পেরেন্টস্‌ কেয়ার স্কুলে সভা

| মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

নগরীর চকবাজারস্থ পেরেন্টস্‌ কেয়ার স্কুল এন্ড কলেজে এক সভা গত ৩০ নভেম্বর সকালে স্কুল মিলনায়তনে স্কুলের অধ্যক্ষ জোহরা আবজুন শিউলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেরেন্টস্‌্‌ কেয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিম। বিশেষ অতিথি ছিলেন স্কুলের এডমিন ডা. এম.এ ফজল। শিক্ষিকা শ্যামলী ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা রেভা রাণী দাশ, এনামুল হক, আয়েশা আমান, আফিফা আমান, নাজনীন আক্তার, শান্তা দাশ, নীলা ঘোষ, আনজুমান আরা, ফারজানা রহমান, আনিসুল ইসলাম, আকবর উদ্দীন নাইম, ঊমা পাল, মো. জুনায়েদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ডা. আবদুল করিম বলেন, এক্সট্রা কারিকুলার আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিনোদনই নয়, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়ক। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ৩০ বছরের পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআমিন জুট মিল শ্রমিকদের বিক্ষোভ