পেরুতে অপহরণের পর সোনার খনিতে মিলল ১৩ শ্রমিকের মৃতদেহ

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

পেরুতে একটি সোনার খনির ভেতর কয়েক দিন আগে অপহৃত ১৩ খনিশ্রমিকের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের। নিহতরা রাজধানী লিমার উত্তরে পাতাজ প্রদেশে অবস্থিত ওই খনিতেই কাজ করতেন, যার মালিক পেরুর খননকারী কোম্পানি পোদেরোসা।

বিবিসি জানায়, ওই এলাকায় অবৈধ খননে জড়িত একদল লোককে মোকাবেলা করতে এই ১৩ শ্রমিককে পাঠানো হয়েছিল, কিন্তু সোনার খনিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া একটি অপরাধী চক্র তাদের অপহরণ করে। চক্রটি অপহৃত শ্রমিকদের খনির একটি সুড়ঙ্গের ভেতর জিম্মি করে রাখে এবং টানা এক সপ্তাহ ধরে শ্রমিকদের আত্মীয়দেরকে হুমকিমূলক বার্তা পাঠায়। গত কয়েক বছর ধরে পেরুর বিভিন্ন খনিতে অপরাধীদের হামলার তীব্রতা বেড়েছে। শুক্রবার এক বিবৃতিতে পোদেরোসা বলেছে, অবৈধ খনন রোধে পুলিশ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তারা হতাশ। অঞ্চলটির সহিংস পরিবেশ ক্রমেই তীব্রতর হচ্ছে, বলেছে ৮ হাজার কর্মীকে চাকরি দেওয়া কোম্পানিটি।

পূর্ববর্তী নিবন্ধধারাবাহিক হামলা চালিয়ে ইসরায়েলকে আকাশসীমা অবরোধে ফেলতে চায় হুতি
পরবর্তী নিবন্ধগাজায় সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েল