পেনাল্টিহীন গোলে রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:৫৩ পূর্বাহ্ণ

মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। পেনাল্টিহীন গোলের ক্ষেত্রে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। মায়ামির বড় ব্যবধানে জিততে মূল কারিগরের ভূমিকায় ছিলেন মেসি।

দুটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। তাতে ৮ বারের ব্যালন ডি’অর জয়ীর পেনাল্টিহীন গোল দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ ম্যাচে ৭৬৪।

বিপরীতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ১ হাজার ২৮১ ম্যাচে গোল ৭৬৩টি। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কাতার বিশ্বকাপ জয়ী। টানা ৫ ম্যাচে জোড়া গোল করা মেসির এটি সাত ম্যাচে ষষ্ঠ জোড়া গোলের নজির। তাতে মেজর লিগ সকারে সর্বোচ্চ গোলের তালিকায় চূড়াতে অবস্থান করছেন তিনি। এই মৌসুমে তার গোল এখন ১৮।

পূর্ববর্তী নিবন্ধ‘তির-ধনুকে বাজিমাত’ এর প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পদুয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন