পেনশনারদের কষ্ট লাঘবে হয়েছে ওয়ান স্টপ সার্ভিস

গণশুনানিতে হিসাব মহানিয়ন্ত্রক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার (২০২২২৩) আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ে সেবা প্রদান প্রক্রিয়া সহজ করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেবাগ্রহীতাদের সাথে এ গণশুনানি হয়।

এতে হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস এস এম মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপহিসাব মহানিয়ন্ত্রক (বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাক।

হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মো. নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে বর্তমানে পেনশনারদের কষ্ট লাঘবে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হচ্ছে। এতে সেবাগ্রহীতাদের সুযোগ বেড়েছে। গণ শুনানিতে তিনি সেবা গ্রহীতাদের বিভিন্ন মতামত শুনেন এবং তাদের বিভিন্ন গঠনমূলক পরামর্শ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

গণ শুনানিতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আবুল কালাম, সহকারী পুলিশ কমিশনার (তদন্ত) মো. মোস্তফা কামাল, বিআইটিআইডি ফৌজদারহাটের পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ, মেট্রোপলিটন কৃষি অফিসার রেটিনা চাকমা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বী, বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপপরিচালক ফারজানা উম্মে খানম, ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস জিনিয়া আকতার সুপতা, অ্যাসিস্টেন্ট ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস তুহিন চাকমা, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মিশন চাকমা, চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মো. শাহ আলম, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ আফিফা বেগমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএস আলম গ্রুপের নাম ভাঙিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখুরুশকুলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন