পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখতে নির্দেশ

১৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলা শাহ আমিন গ্রুপের দুটি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

ইসলামী ব্যাংকের ১৬৩ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের মামলায় শাহ আমিন গ্রুপের কর্ণফুলীর শিকলবাহা ও সীতাকুণ্ডের সোনাইছড়িতে থাকা দুটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখতে মেঘনা পেট্রোলিয়ামকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২১ সালে ১৬৩ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের দাবিতে শাহ আমিন উল্লাহ ফিলিং স্টেশনের মালিক আহমদ নবী চৌধুরী এবং তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে ৩ টি অর্থঋণ মামলা দায়ের করে ইসলামী ব্যাংক চাকতাই শাখা। ঋণ নিয়ে পেট্রোল পাম্প পরিচালনা করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করলেও বিবাদীরা খেলাপী ঋণ পরিশোধে এগিয়ে আসছেন না। এমন অবস্থায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে শাহ আমিন গ্রুপের দুটি পেট্রোল পাম্পে জালানি তেল সরবরাহ না করতে বিচারক এই নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহরতালের প্রভাব পড়েনি নাগরিক জীবনে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন