নগরীর পাঁচলাইশ থানার ফসিল পেট্রোল পাম্পে এক কর্মচারীর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে এই হামলার সময় হামলাকারীদের একজনকে আটক করে পেট্রোল পাম্পের কর্মচারীরা। তার নাম পারভেজ হোসেন। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পাঁচলাইশ থানার এসআই খালিদ আহমেদ বলেন, সংরক্ষিত পেট্রোল পাম্প এলাকায় হামলা করতে গেলে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাত ১১টার দিকে ফসিল পেট্রোল পাম্পের বিল রাইটার লিটন দে’র উপর হামলা চালানো হয়। শিখা রানী দে তনুশ্রীসহ ৭-৮ জন নারী ও পুরুষ মিলে হামলা করে। এ সময় পেট্রোল পাম্পের লোকজন একজনকে আটক করে। পরে তাকে পুলিশে দেয়।
আটক পারভেজ হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।