পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির বার্ষিক সাধারণ সভা

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৯:৩৬ পূর্বাহ্ণ

পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির (পিটিসি পিএলসি) ৩য় বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার কোম্পানির ঢাকা লিয়াজোঁ অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ টি এম ফজলুল করিম। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান। সভায় পিটিসি পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব (অর্থ বিভাগ) . মো. ফেরদৌস আলম, বিপিসির পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান, যুগ্মসচিব নাজনীন পারভীন, যুগ্ম সচিব মো. অলিউর রহমান, যুগ্মসচিব মুহাম্মদ আশরাফ হোসেন, উপসচিব শাহিনা সুলতানা, বিপিসির সাবেক ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মুস্তফা কুদরুতইলাহী, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (হিসাব), . টি. এম. সেলিম, পিটিসির ব্যবস্থাপনা পরিচালক রিায়হান আহমাদ।

এছাড়া শেয়ারহোল্ডার ও শেয়ারহোল্ডার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল কালাম আজাদ, মণি লাল দাশ, মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ, মোহাম্মদ জাহিদ হোসাইন, সি এম জিয়াউল হাসান, মো. জাহাঙ্গীর কবির, শাহরিয়ার মোহাম্মদ রাশেদ, সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন, এস এম জুবায়ের হাসান, মোহাম্মদ নাজিম উদ্দিন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে মো, মাহবুবুর রহমান উপমহাব্যবস্থাপক (প্রশাসন ও অর্থ), মো. আজিজুল হক মজুমদার, ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এবং রাশেদুল মোস্তফা, ব্যবস্থাপক (মানবসম্পদ) উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষকদের মাঝে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধপিতাকে নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মীর হেলাল