পেটের ভেতর ইয়াবা

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:১৩ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ৭৪০ পিচ ইয়াবা সহ তিনজনকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। গত শনিবার হাদী ফকির হাটে চেক পোস্টে এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মো. শাহজাহানের পেটের ভেতর থাকা ইয়াবা কৌশলে উদ্ধার করা হয়।
আসামিরা হলো নুরুল হকের ছেলে মো. শাহজাহান (২০), ইয়াকুব আলীর ছেলে হামিদুল হক (৩৩), আবদুস শুক্কুরের ছেলে শাহ পরান (২৫)। তারা সবাই উখিয়া উপজেলার বাসিন্দা।
মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদিফকিরহাট এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশী করে। এসময় তিনজন যাত্রী বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ বিষয়ে মীরসরাই থানায় মাদকের মামলা (নং১৬) দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকবিতা দিবস উদযাপনে নরেন আবৃত্তি একাডেমি
পরবর্তী নিবন্ধসিএমপিকে হ্যান্ড স্যানিটাইজার দিল এলবিয়ন গ্রুপ