পেটের ভেতরে ১০৫০ ইয়াবা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ৯:১৮ পূর্বাহ্ণ

পেটের ভেতরে করে সুকৌশলে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন মো. আক্তার ফারুক। পুলিশের চেকপোস্ট দেখে নার্ভাস হয়ে পড়ে। পুলিশের সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাতেই বেরিয়ে আসে আসল তথ্য। তার পেটে আছে ৩৫টি পোটলা, আর তাতে আছে এক হাজার ৫০ টি ইয়াবা। ঘটনাটি ঘটেছে পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে। গ্রেপ্তারকৃত আক্তার ফারুক (১৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার মো. জলিলের পুত্র।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইর সৈয়দ আজাদীকে বলেন, গত ১২ নভেম্বর ঢাকায় বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মতো চট্টগ্রামেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। আমরা থানা এলাকায় বিভিন্ন স্থানে সারপ্রাইজিং চেকপোস্ট বসিয়েছিলাম। তেমন একটি চেকপোস্ট ছিল পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে।
ওইদিন রাতে আসামি আক্তার ফারুক পতেঙ্গা স্কুলের সামনে হেঁটে আসার সময় তার গতিবিধি সন্দেহ হলে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে সে। পরে কাটগড় ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টারে এঙরে পরীক্ষা মাধ্যমে শনাক্ত করা হয় তার পেটের ভেতরে ইয়াবা রাখার বিষয়টি। সেখানে দুইজন সাক্ষীদের উপস্থিতিতে টয়লেটে গিয়ে পেটের ভেতর থেকে বের করে টেপ মোড়ানো ইয়াবা পোটলাগুলো। এসময় মোট ৩৫টি পোটলায় এক হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুমে কুমির চাষে সাফল্য
পরবর্তী নিবন্ধসৈকত ও মাটিয়া খাল থেকে ৫১ ট্রাক আবর্জনা অপসারণ