বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন গত মঙ্গলবার বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কাউন্সিলরদের চিঠি যথাসময়ে না পৌঁছানোর কারণে দ্বিতীয় অধিবেশন আর হয়নি। খবর বাংলানিউজের।
এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, কাউন্সিলররা চিঠি যথাসময়ে না পাওয়ায় বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়েছে।
আগামী ১০ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।