কক্সবাজার জেলার পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন এবং চট্টগ্রামের পার্কভিউ হসপিটালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পার্কভিউ হাসপাতাল কনফারেন্স রুমে আনুষ্ঠানিক এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পেকুয়া জিএমসি এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর আমিরুল মোস্তফা ও সিনিয়র সহ–সভাপতি আরিফ আহমেদ এবং পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর তালুকদার জিয়াউর রহমান শরীফ ও ম্যানেজিং ডিরেক্টর (এইচ আর) হুমায়ুন কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে স্বাস্থ্যসেবা, মেডিকেল সুবিধা, বিশেষ ছাড়, পরামর্শ ও ভবিষ্যৎ যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়ে একটি আনুষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে। এখন থেকে এলামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও তাদের পরিবার পার্কভিউ হসপিটালের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর আমিরুল মোস্তফা বলেন, এ দুই প্রতিষ্ঠানের স্মারক সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে এলামনাই এসোসিয়েশনের সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে শিক্ষা,স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এ দুই প্রতিষ্ঠানের মাঝে সহযোগিতা অব্যাহত থাকবে।
পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তালুকদার জিয়াউর রহমান শরীফ বলেন,এই চুক্তির ফলে পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য আধুনিক চিকিৎসা প্রাপ্তি আরও সহজতর ও সাশ্রয়ী হলো। এটি কেবল একটি চুক্তি নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। এসময় পেকুয়া জিএমসি এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।











