‎পেকুয়ায় ৩টি অবৈধ অস্ত্রসহ আটক ২

‎পেকুয়া প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৯:২২ অপরাহ্ণ

‎কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ৩টি অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে।

‎রবিবার (১৭ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এসব অস্ত্র উদ্ধার ও এর সাথে জড়িতদের আটক করা হয়।
‎‎
জানা যায়, চকরিয়া থেকে আসা চট্টগ্রামমুখি একটি সিএনজি গাড়ী গতিরোধ করে যাত্রী বেসে আসা অবৈধ অস্ত্র বহনকারী রবিউল হাসানের ব্যাগ তল্লাশি করে ৩টি অবৈধ অস্ত্র দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়।

‎‎পরবর্তীতে আটক রবিউল হাসানের দেয়া তথ্যমতে অবৈধ অস্ত্র ব্যবসায়ীর মূলহোতা হৃয়দ হোসেনকে তথ্য প্রযুক্তির সহয়তায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা থেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিক ভাবে জানা যায় চকরিয়া উপজেলার বদরখালী ইউপির ৪নং ওয়ার্ডের টুটিয়াখালী এলাকা থেকে এসব অস্ত্র কিনে তারা অন্যত্রে বিক্রি করে বলে স্বীকার করেন তারা।

‎আটক হৃদয় হোসেন (২২) লক্ষীপুর থানার পার্বতীনগর এলাকার ইলিয়াছ হোসেনে ছেলে ও অপর আটক ব্যক্তি রবিউল হাসান (১৮) একই থানার রামছড়ি এলাকার মিজানের ছেলে বলে জানা গেছে।

‎‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তাফা অবৈধ অস্ত্র উদ্ধার ও ২ জনকে আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ অস্ত্র বহনকারী সনাক্তকরণে রবিবার সকাল ৮ টায় পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়া ও জুয়েল বড়ুয়ার নেতৃত্বে এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে চকরিয়া থেকে আসা চট্টগ্রামমুখি একটি সিএনজি গাড়ি গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় যাত্রী বেসে থাকা রবিউল হাসানের ব্যাগ থেকে দেশীয় তৈরী ৩ টি এলজি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক রবিউল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া স্বীকারোক্তি মতে তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মইজ্যারটেক এলাকা থেকে অস্ত্র ব্যবসায় জড়িত মূলহোতা হৃদয় হোসেনকে আটক করা হয়।

‎‎আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফের মানববন্ধন
পরবর্তী নিবন্ধগোপনে বিক্রি হচ্ছিল মাদ্রাসার ১২০০ কেজি নতুন বই, আটক করলো জনতা