মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ ঘর পাচ্ছে পেকুয়ার ২২ অসহায় পরিবার। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৩য় ধাপে সারাদেশের ন্যায় পেকুয়ায়ও নির্মিতব্য ঘরগুলো পরিদর্শন করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর উপহার দেয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়ার গৃহহীন ৮ পরিবারের জন্য নির্মিতব্য ঘরগুলোর ৮০ ভাগ কাজ শেষে হয়েছে। টইটং ইউনিয়নে শুরু করা হয়েছে বাকী ১৪টির কাজও। ঘরগুলো পরিদর্শন ও উপকাভোগীদের সাথে কথা বলে উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারগুলোতে যাতে কোনো প্রকার দুর্নীতি না হয় এবং কাজের মান যেন শতভাগ নিশ্চিত হয় সেজন্য প্রশাসনের পাশাপাশি এলাকার লোকজন, সাংবাদিক সহ সকলকে সচেতন থাকতে হবে। গরীবের জন্য দেয়া রাষ্ট্রপ্রধানের উপহারে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ের প্রাপ্ত ২২ টি ঘরের মধ্যে রাজাখালী ইউনিয়নের ৮ গৃহহীন পরিবারের জন্য জমি ও ঘর নিশ্চিত করা হয়েছে। বাকী ১৪ টি ঘরের জন্য জমি সিলেক্ট করে তা হস্তান্তরে কাজ করছে উপজেলা প্রশাসন। যোগ্য উপকারভোগীর হাতেই যাতে প্রধানমন্ত্রীর উপহারটি পৌঁছে সেদিকে গুরুত্ব দেয়া হয়েছে স্বচ্ছতার ভিত্তিতে। তিনি বলেন, গরীবের স্বপ্নের ঘরগুলোতে একটি বারান্দা, দুটি রুম, একটি রান্নাঘর ও একটি বাথরুমের সুন্দর ডিজাইন করা হয়েছে। পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, প্রতিজন উপকারভোগীকে ২ শতক করে জমি দেয়া হয়েছে। জমিগুলো তাদের নামেই দলিল সৃজন করে দেয়া হয়েছে। এবং প্রতিটি ঘরের জন্য বরাদ্দ হচ্ছে ২ লক্ষ ৪০ হাজার টাকা।