পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার পূর্বগোঁয়াখালী সিরাদিয়া সড়কের ভোলাইয়াঘোনা মোনাফের ফার্ম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার বখতেয়ার উদ্দিনের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কর্ম পরিষদ সদস্য। জানা যায়, জাহাঙ্গীর আলম মোটরসাইকেল চালিয়ে পেকুয়া বাজারে যাওয়ার পথে মোনাফের ফার্ম নামক স্থানে পৌঁছলে বাইম্যাখালী সংযোগ সড়ক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংর্ঘষ হয়। এতে জাহাঙ্গীর মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ছাত্রলীগ নেতা টুটুল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাবের উদ্যোগে ইসলামিক সেমিনার