পেকুয়ায় মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা

নিয়মিত কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান শিক্ষককে অফিস করতে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, আজ রবিবার(১৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় রুহুল আলম চৌধুরীর নেতৃত্বে কয়েকজন বহিরাগত লোক প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে সকাল ১০টার দিকে স্কুলে গিয়ে নিজের কক্ষে প্রবেশ করতে পারেননি প্রধান শিক্ষক আখতার আহমদ।

এ নিয়ে অভিভাবক মহল ও স্থানীয় লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে, এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক আখতার আহমদ।

সুযোগ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু না করে বিধি লঙ্ঘনের মাধ্যমে আবারো এডহক কমিটি গঠনের পাঁয়তারা শুরু করলে বর্তমান এডহক কমিটির সভাপতি তাহমিনা চৌধুরী লুনার সাথে প্রধান শিক্ষক আখতার আহমদের দ্বন্দ্বের এক পর্যায়ে এ ঘটনা ঘটল।

এ বিষয়ে জানতে চাইলে মগনামা উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আখতার আহমদ বলেন, “সকালে স্কুলে গিয়ে আমার অফিসে অতিরিক্ত তালা ঝুলতে দেখে উপস্থিত সহকারী শিক্ষক আরশাদুল করিম লিটন ও অন্যান্য কর্মচারীর কাছে জানতে চাইলে তারা জানান, বর্তমান সভাপতি তাহমিনা চৌধুরী লুনা ও তার স্বামী সাবেক সভাপতি আবু হেনা চৌধুরীর নির্দেশে স্থানীয় রুহুল আমিন চৌধুরী নামের এক ব্যক্তি কিছু লোকজন নিয়ে এসে সকালে আমার কক্ষে অতিরিক্ত তালা ঝুলিয়ে দেয়। পরে আমি বিষয়টি শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, উপজেলা ও জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিত অভিযোগ করি। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দিয়েছেন।”

এ বিষয়ে জানতে চাইলে মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, “নিয়মিত কমিটি গঠন নিয়ে বর্তমান সভাপতি তাহমিনা চৌধুরী লুনার স্বামীর সাথে প্রধান শিক্ষকের দ্বন্দ্ব তৈরি হওয়ার এক পর্যায়ে আজ সকালে ঐতিহ্যবাহী মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বলে আমি জানতে পেরেছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ইউএনও স্যারের সাথে কথা বলে বিষয়টি একটি সুরাহা করার চেষ্টা করছি।”

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা বলেন, “মগনামা উচ্চ বিদ্যালয়ে বেশ কিছুদিন ধরে কমিটির সাথে প্রধান শিক্ষকের সমস্যা চলছে। এরই মধ্যে কে বা কারা প্রধান শিক্ষকের অফিস কক্ষে অতিরিক্ত তালা ঝুলিয়ে দিয়েছে মর্মে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ডিসি স্যারের নির্দেশনাও পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন বলেন, “বিষয়টি অতীব দুঃখজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কার্যালয়ে বহিরাগতরা এসে তালা ঝুলিয়ে দেবে এটা কখনো কাম্য নয়। কোনো সমস্যা থাকলে সেটা বসে সুরাহা করা যায়। বিষয়টি নিয়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি।”

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ দাশ বলেন, “মগনামা উচ্চ বিদ্যালয়ের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পেকুয়ার ইউএনওকে দায়িত্ব দেয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধআদালত থেকে পালিয়ে মোটরসাইকেলসহ গ্রেফতার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় তাসিফ হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার