কক্সবাজারের পেকুয়ায় মুক্তামনি (১২) নামের এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। রবিবার রাত ৮টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরুনামা সরকারি আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
মুক্তামনি (১২) ওই এলাকার মিজানুর রহমান ও মোহছেনা বেগমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে এক বন্ধুর সাথে দেখা করতে পেকুয়া চৌমুহনী যায় মুক্তামনি। সন্ধ্যায় বাড়ি ফিরে আসলে পরিবারের সদস্যরা তাকে বকাবকি করে।
এতে অভিমানে মুক্তামনি ঘরে থাকা কীটনাশক পান করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা দৈনিক আজাদীকে জানান, ঘটনার বিষয়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।