পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের মইয়্যাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, মাছ ব্যবসায়ী মহি উদ্দিনের মেয়ে ও পেকুয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রুমি আক্তার (১৬), তার মা ছিনু আরা বেগম (৩৫), তার আপন চাচা মৃত মোক্তার আহমদের ছেলে আব্দু রহিম (২৬) ও একই এলাকার কামাল হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪০)। আহতদের স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাথায় গুরুতর জখম হওয়ায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি রুমি আক্তার। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক বলেন, পরীক্ষার্থী রুমি আক্তারের মাথায় মারাত্মক জখম হয়েছে। তার মাথায় কয়েকটি সেলাই করা হয়েছে।
আহত পরিক্ষার্থীর বাবা মহিউদ্দিন অভিযোগ করে বলেন, আমার ভাই আব্দু রহিমের ক্রয়কৃত ১৪ শতক জায়গা দখলের চেষ্টা করে আসছে প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বিচার হয়েছে এবং আদালতে চাঁদাবাজি মামলাও চলমান। কিন্তু আজ (গতকাল) ভোরে তারা জমিটিতে ঘর বেঁধে দখল চেষ্টা চালালে খবর পেয়ে আমার স্ত্রী–সন্তান ও ভাই মিলে দেখতে যায়। এসময় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় আহত আব্দু রহিম বলেন, আমার ফুফি মমতাজ বেগমের কাছ থেকে আমি ওই জায়গা ক্রয় করেছি। প্রতিপক্ষের লোকজনও ওই জায়গা কিনতে চেয়েছিলেন কিন্তু আমি কিনে নিয়েছি তাতেই ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত জায়টি দখল চেষ্টা চালায়। আজ সকালে পুনরায় দখল চেষ্টা চালালে খবর পেয়ে আমরাও ওখানে যাই, ঠিক তখনি তারা পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার বলেন, জমি নিয়ে দু’পক্ষের মারামারির খবর শুনেছি। ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।