কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ প্রজন্ম লীগ নেতাসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ বৃহস্পতিবার ভোর ৬ টায় পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র মেটাল ব্যাটন, ৪টি কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা নাজেম উদ্দিনে পুত্র মোঃ মোকতার ও শাহীন আলম। গ্রেপ্তার মোকতার উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি।
জানা যায়, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনী বিশেষ অভিযানে পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানের বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, যৌথ বাহিনীর অভিযানে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। আটকৃতদের আদালত প্রেরণ করা হয়। তিনি জানান,জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে ।












