কক্সবাজারের পেকুয়ায় পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এবং সকাল ১১টার দিকে রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়ায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর গ্রামের কামাল হোসেনের তিন বছরের শিশুপুত্র রোহান মিয়া ও রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়ার সৌদিপ্রবাসী আবুল কাশেমের কন্যা ইশরাত জাহান (৬)। পেকুয়া থানার অপারেশন অফিসার মো. মোজাম্মেল হোসেন উপজেলার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।