কক্সবাজারের পেকুয়ায় অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত পানিবন্দি দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তিনটি বোটসহ নৌ কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
গতকাল পেকুয়ায় পানিবন্দি ১২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে সাতদিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, চিনি, মোমবাতি, বিস্কুট, স্যালাইন, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও সেনাবাহিনীও দুর্গতদের উদ্ধারসহ নানাভাবে কার্যক্রম চালানো হচ্ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনা সদস্যরা দুর্গতদের পাশে থাকবেন বলে জানিয়েছে।