পেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন ওই ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে।
নিহতের ভাই আজাদ জানান, আমজাদ প্রতিদিনের মতো গতকাল সকালেও শ্রমিকের কাজ করতে বাড়ি থেকে বের হন। তিনি দশের ঘোনা এলাকার কালা মুন্সির পুরাতন বাড়ির পরিত্যক্ত দেয়াল ভাঙার কাজে অংশ নেন। ভাঙার কাজ চলাকালে দুপুরের দিকে ভবনের একটি দুর্বল দেয়াল হঠাৎ ভেঙে তার উপর পড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, কালা মুন্সী বাড়ির পরিত্যক্ত দেয়াল ভাঙার কাজ করছিল কয়েজন শ্রমিক, এ সময় দেয়ালটি ধসে ওই শ্রমিকের মৃত্যু হয়।












