পেকুয়ায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলি

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

পেকুয়ায় ডাকাতি করে পালানোর সময় ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদলের ২ সদস্যকে চারটি চোরাই গরু ও একটি দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।
আটক ডাকেতরা হলেন চকরিয়া পৌরসভার আমানপাড়া এলাকার মো. শোয়াইব (৩৯) ও করাইয়াঘোনা এলাকার মো. জাহেদ (২৫)। পুলিশ জানায়, স্থানীয় লোকজনের সহায়তায় পেকুয়া সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদারপাড়া এলাকা থেকে দুই ডাকাতকে আটক করা হয়। পুলিশ ৯ম পৃষ্ঠার ৭ম কলাম
ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার মঞ্জুর আলমের গোয়ালঘরের দরজা ভেঙে ২ লাখ ৭০ হাজার টাকা দামের চারটি গরু ডাকাতির পর পিকআপে করে বারবাকিয়া বাজার-ধনিয়াকাটা সড়ক দিয়ে টইটংয়ের দিকে যাচ্ছিল ডাকাত দল। এ সময় পেকুয়া থানার পুলিশের একটি টহল দল ওই সড়ক দিয়ে বারবাকিয়া বাজারের দিকে যাচ্ছিল। ডাকাতের গাড়ি ও পুলিশের সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি হলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে আকষ্মিক গুলি ছোড়ে।
পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় চোরাই গরু ভর্তি পিকআপ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাতদলের সদস্যরা। পরে পেকুয়া সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদারপাড়া এলাকা থেকে দুজনকে আটক করে স্থানীয় জনতা। স্থানীয় জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা দেওয়া হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, চারটি গরুসহ একটি গাড়ি জব্দ এবং দুই ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লেও তারা কোনো গুলি ছাড়েননি বলে দাবি করেন ওসি।

পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামে প্রশ্ন ফাঁসের কারণে গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধমাতামুহুরীতে ভয়াবহ ভাঙন বিলীন বসতবাড়ি, ফসলি জমি