পেকুয়ায় টেক্সির যাত্রীর ব্যাগে মিলল ৩ অবৈধ অস্ত্র, আটক ২

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ৩টি অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের এবিসি আঞ্চলিক মহাসড়কের টইটং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেঙ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এসব অস্ত্র উদ্ধার ও ২ জনকে আটক করা হয়। আটকরা হলেন লক্ষ্মীপুর থানার পার্বতীনগর এলাকার ইলিয়াছ হোসেনে ছেলে হৃদয় হোসেন (২২) ও একই থানার রামছড়ি এলাকার মিজানের ছেলে রবিউল হাসান (১৮)

জানা যায়, চকরিয়া থেকে আসা চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত টেঙিতে যাত্রী রবিউল হাসানের ব্যাগ তল্লাশি করে ৩টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক রবিউল হাসানের দেয়া তথ্যমতে অবৈধ অস্ত্র ব্যবসায়ীর মূলহোতা হৃয়দ হোসেনকে তথ্য প্রযুক্তির সহয়তায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকা থেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, চকরিয়া উপজেলার বদরখালী ইউপির ৪নং ওয়ার্ডের টুটিয়াখালী এলাকা থেকে এসব অস্ত্র কিনে তারা অন্যত্রে বিক্রি করে বলে স্বীকার করেন তারা।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি এলজি উদ্ধার করা হয়, দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সংলাপ চান জামায়াতের নায়েবে আমির
পরবর্তী নিবন্ধনারায়ণহাট ইউনিয়নের সাবেক সদস্য ইসমাইল কারাগারে