পেকুয়ায় খালার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল দুই শিশু

‎পেকুয়া প্রতিনিধি | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৫:৩২ অপরাহ্ণ

‎কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর মৃত্যু হয়েছে।

‎রোববার (২ নভেম্বর) দুপুরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কইড়ার পাড়ায় এ ঘটনাটি ঘটে।

‎পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া দুই শিশু মোহাম্মদ হাছান (৮) ও নূরী (১০) টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মো.আমিনের সন্তান।

‎স্থানীয়দের বরাতে, শনিবার মায়ের সঙ্গে মোহাম্মদ হাছান ও নূরী টৈটং ইউনিয়নের কইড়ার পাড়াস্থ খালার বাড়িতে বেড়াতে আসে। আজ রোববার দুপুরে খালা বাড়ির পাশে পুকুরের পাড়ে দুই আপন ভাই বোন স্থানীয় অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে তারা দুইজনই পুকুরের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশুদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানিতে ভাসমান অবস্থায় হাছান ও নূরীকে উদ্ধার করে।

‎পরে দুই শিশুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

‎শিশু মৃত্যুর বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান,পুকুরো ডুবে ২ ভাই বোনের মৃত্যু হয়েছে, মৃতদেহ দুইটি নিজেদের বাড়ীতে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিকাশ এজেন্টে টাকা জমা দিতে গিয়ে ডিলারের আড়াই লাখ টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেপ্তার