কক্সবাজারের পেকুয়ায় বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় এবার প্রাণ গেল মসজিদের এক ইমামের। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা স্টেশন এলাকায় ওই ইমামের মৃত্যু হয়। এ নিয়ে গত ২ মাসে একই স্থানে অটোরিকশার ধাক্কায় ৩ জনের মৃত্যু হলো। নিহত হাফেজ সাইফুর ইসলাম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের সরকারিঘোনা এলাকার মৃত নুরুল আলমের ছেলে। তিনি রাউজান এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন। কয়েকদিন আগে ছুটি নিয়ে তিনি নিজ এলাকায় আসেন।
প্রত্যক্ষদর্শী দোকানদার হাসান বলেন, নিহত সাইফুল ইসলাম আমার দোকানের সামনে থেকে পেকুয়া বাজারের দিকে যেতে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এতে গাড়িতে থাকা ৩ যাত্রী আহত হন আর সাইফুল ইসলাম সড়কে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার মামলা করবে না উল্লেখ করে আবেদন করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
        
