৭শত পিচ ইয়াবা ও ইয়াবা কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি নুইন্যা মুইন্যা ব্রিজ এলাকার এবিসি আঞ্চলিক মহাসড়কে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছিরাদিয়া এলাকা ফরিদ আহমদের পুত্র মোঃ রুবেল (২৮) ও চকরিয়া উপজেলার কোনাখালী মরংঘোনা এলাকার আক্তার হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (২৫)।
এ সময় আটকৃকদের কাছ থেকে ৭শত পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ (এক) টি লাল সাদা রংয়ের রেজিস্ট্রেশন নাম্বারবিহীন TVS কোম্পানরি Apache RTR 160 সিসির মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জানা যায়, পেকুয়া থানার এসআই পল্লব ঘোষের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বহনকারী চক্রের সদস্যরা পেকুয়া থানা এলাকায় দিয়ে একটি ইয়াবার চালান নিয়ে যাচ্ছে। এমন সংবাদে তাৎক্ষণিক পুলিশের অভিযানিক টিম হরিণাফাঁড়ি নুইন্যা মুইন্যা ব্রিজ এলাকার এবিসি আঞ্চলিক মহাসড়কে গতিরোধ করে তল্লাশি চালায়।
তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে কাগজে মোড়ানো ইয়াবার কয়েক কয়েকটি মোড়ক উদ্ধার করে। আটককৃতরা এতে ৭শ পিচ ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করেন।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পুলিশ ২জন ইয়াবা কারবারিকে ৭পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।