পেকুয়ায় আরো একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান

অস্ত্র ও সরঞ্জামসহ আটক ১

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

পেকুয়ায় আরো একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিট এ্যাকশান ব্যাটেলিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের চেপ্টামোরা এলাকার গহীন পাহাড়ে ওই কারখানার সন্ধান পায়। এ সময় তারা কারখানা থেকে ৫ টি অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে এবং দেলওয়ার হোসেন উরফে দেলু খলিফা (৫৫) নামে এক অস্ত্রের কারিগরকে আটক করে।
র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, অভিযানে দেলওয়ার হোসেন নামে এক কারিগরকে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যায়। এই কারিগররা ব্রিজ লোডেট অস্ত্র তৈরি করার ইঞ্জিনিয়ারিং নলেজ অর্জন করে এখানেই এসব লেথাল অস্ত্র গুলো তৈরি করছে।
আটক দেলওয়ার হোসেন উরফে দেলু খলিফা একই ইউনিয়নের গুদিকাটা এলাকার মৃত আলী চান্দের ছেলে। দেলু বেশ কয়েকটি বন চাঁদাবাজি, ডাকাতি মামলার আসামি বলে দাবি করেছে র‌্যাব।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি একই ইউনিয়নের জুম পাড়া এলাকায়ও একটি অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছিল র‌্যাব-৭। এ সময় তারা ৮টি অস্ত্রসহ ৩ জনকে আটক করেছিল। এদিকে একই ইউনিয়নে ২য় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পাওয়ার পর স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ স্থানে ২৮ নাবিক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে গম সংরক্ষণে হবে স্টিল সাইলো, ব্যয় ৫৩৭ কোটি টাকা