পেকুয়ায় আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস পালিত

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ২৫ অক্টোবর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশ সংরক্ষণের জন্য বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করে পরিবেশগত সুরক্ষার গুরুত্ব তুলে ধরতে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে কক্সবাজারের পেকুয়া র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় পেকুয়া উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পেকুয়া প্রেসক্লাবে এসে এক পথসভায় মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ পেকুয়া উপজেলা কোঅর্ডিনেটর পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন, লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি রাজাখালী ইউনিয়ন শাখার সভাপতি আবদুল হালিম, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় দীপাবলি উৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধ“স্ক্রিন নয়, স্বপ্ন দেখো, মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসো” শীর্ষক কর্মশালা