কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মদসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লালজান পাড়া থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক যুবক আরকানুল ইসলাম (২৪) একই এলাকার জামাল হোসেনের ছেলে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, পেকুয়া সেনাবাহিনীর ক্যাম্পের গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া নামক স্থানে একটি বন্ধ দোকানের পিছনে দেশীয় চোলাই মদ পান করার সময় সেনাবাহিনীর টহল টিম আরকানুল ইসলাম (২৪) নামে ওই যুবককে দুই বোতল মদসহ আটক করে। পরে আটক ব্যক্তির দেয়া স্বীকারোক্তি মতে দোকানের পেছনে পরিত্যাক্ত স্থানে তল্লাশি চালিয়ে মাটির নীচ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশী তৈরী এলজি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মদসহ আরকানুল ইসলাম (২৪) নামে এক যুবককে পেকুয়া থানায় সোপর্দ করে। আটক যুবকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।