পেকুয়ায় ‎অটোরিক্সার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৬:২৮ অপরাহ্ণ

‎কক্সবাজারের পেকুয়ায় একই স্থানে ২৩ দিনের মাথায় ফের সড়ক দুর্ঘটনায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে অটোরিক্সার ধাক্কায় প্রাণ হারালো এক শিশু শিক্ষার্থী।

‎মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা চরপাড়া এলাকায় বানৌজা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত শিক্ষার্থী ইছহাক মনি (৬) পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

‎গত ২৯ জুন একই স্থানে অটোরিক্সার ধাক্কায় নিহত হন একই এলাকার বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন (৫২)। নাছির উদ্দীন মৃত্যু ২৩ দিনের মাথায় ফের একই স্থানে অটোরিক্সার ধাক্কায় প্রাণ হারালো ৬ বছর বয়সী শিশু শিক্ষার্থী ইছহাক মনির।

‎মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, একই স্থানে পর পর দুটি দুর্ঘটনায় অটোরিক্সার ধাক্কায় ২ জনের মৃত্যু হয়। অনভিজ্ঞ চালক ও অবৈধ ব্যাটারি চালিত টমটম গাড়ির কারনে এধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করা হয়েছে ওই স্থানে দুর্ঘটনা রোধে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

‎স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ইছহাক মনি সহ কয়েকজন শিক্ষার্থী। ইছহাক মনি রাস্তা পার হওয়ার সময় পেকুয়া বাজার দিক থেকে আসা মগনামা মুখি দ্রুতগামি অটোরিক্সা তাকে জোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে । এসময় তার মাথা ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয় । স্থানীয়রা ইছহাক মনিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, দুপুরের দিকে এক শিশুর নিথর দেহ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আত্মীয় স্বজনদের দেয়া তথ্য অনুসারে শিশুটি অটোরিক্সার ধাক্কায় মারাত্মক আহত হয় । হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে ।

‎এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায়  শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি কেউ অবগত করেনি। থানায় অবগত না করেই শিশুর পিতা মাতা ও আত্নীয় স্বজনদের জিম্মায় লাশ দাফন সম্পন্ন করে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ছিনতাই চক্রের দুর্ধর্ষ চার সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমিস্ত্রীপাড়ায় সিগারেটের আগুনে পুড়েছে নয় বসতঘর