পেকুয়ার ৬ ইউপিতে নির্বাচন কাল

নিয়োজিত থাকবে আইন-শৃংখলা বাহিনীর দেড় হাজার সদস্য

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ১০:২৫ অপরাহ্ণ

পেকুয়ার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (২৮ নভেম্বর)।

যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো পেকুয়া সদর, মগনামা, উজানটিয়া, রাজাখালী, শিলখালী ও বারবাকিয়া।

এলক্ষ্যে আজ শনিবার (২৭ নভেম্বর) দিনভর প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

পেকুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পেকুয়ায় ৬টি ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে পেকুয়া সদর ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএমে এবং বাকি ৫টি ইউনিয়নের ৪৫ কেন্দ্রে ব্যালটে ভোটগ্রহণ করা হবে।

ইতিমেধ্যে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স, নির্বাচন সামগ্রী পাঠিয়ে দেয়া হয়েছে তবে প্রত্যেক কেন্দ্রে ব্যালট পাঠানো হবে সকালে।

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্র জানায়, ৬টি ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে ৮৫ জন বিজিবি, ৩ প্লাটুন র‌্যাব ও ২ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন থাকবে।

এছাড়াও ৫৪টি কেন্দ্রে ৪ শতাধিক পুলিশ সদস্য ও ৯১৮ জন আনসার সদস্য আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত থাকবে বলে পেকুয়া থানা সূত্র নিশ্চিত করেছে।

সব মিলিয়ে প্রায় ১৫০০ আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।

৯১৮ জন আনসার সদস্যকে পেকুয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স কম্পাউন্ডে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়। ছবিটি আজ পেকুয়া উপজেলা কমপ্লেক্স থেকে তোলা

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, “পেকুয়ার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫০ জন চেয়ারম্যান প্রার্থী ও সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠিয়ে দেয়া হয়েছে।”

উপজেলা নির্বাচন সমন্বয়ক ও পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা বলেন, “পেকুয়ার ৬টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।”

এদিকে আজ দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ কেন্দ্র মইয়্যাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে র‌্যাব-১৫ এর সিইও লে. কর্নেল খায়রুল ইসলাম সাংবাদিকদের বলেন, “পেকুয়াবাসীকে একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার জন্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনী সুন্দর পরিবেশকে যদি কেউ অশান্ত করার চেষ্টা করে তাহলে র‌্যাব-১৫ তা কঠোরভাবে দমন করবে। সুতরাং কারো যদি ভিন্ন উপায়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চিন্তাভাবনাও থাকে তাহলে তা পরিত্যাগ করুন।”

এদিকে, পেকুয়ায় ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও সবার নজর এখন মগনামা ইউনিয়ন পরিষদের দিকে। ভোটের শুরু থেকেই নানা বিতর্কিত নির্বাচনী ঘটনাপ্রবাহের কারণেই প্রশাসন থেকে শুরু করে সবার নজর এখন মগনামায়। সব ইউনিয়নে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়া হলেও মগনামা ইউনিয়নে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে র‌্যাবের হাতে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধভাড়া নিয়ে বিরোধে বাস থেকে শিক্ষককে ফেলে দিল সহকারী