পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন এ এস এম নূরুল আখতার নিলয়।
গত ১৩ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস এম অনীক চৌধুরী স্বাক্ষরিত আদেশে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
আজ (১৫ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিক যোগদান করেন তিনি। বিসিএস ৪০ তম প্রশাসন ক্যাডার এ এস এম নুরুল আখতার নিলয় এর নিজ এলাকা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান।
এদিকে বিদায়ী এসিল্যান্ড নুর পেয়ারা বেগমকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়।