পেকুয়া থানার তিন মামলায় ৭ দিনের রিমান্ডে সাবেক এমপি জাফর

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার ফের আদালতে তোলা হয়েছিল কক্সবাজার(চকরিয়াপেকুয়া) আসনের সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে। এদিন সকাল ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক এই এমপিকে চকরিয়া থানা হেফাজত থেকে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নেওয়া হয়। আদালত সূত্র জানায়, পেকুয়া থানার নতুন একটি জিআর মামলায় আবেদনের পরিপ্রেক্ষিত জাফর আলমকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। সেই মামলার শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির। এ নিয়ে পেকুয়া থানার তিন মামলায় সর্বমোট সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গতকাল বুধবার থেকেই নতুন করে সাত দিনের রিমান্ডে নেওয়া হলো সাবেক এমপি জাফর আলমকে। এজন্য তাকে পেকুয়া থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

আদালতের এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৮ জুন সাবেক এমপি জাফর আলমকে চকরিয়া থানার পাঁচ মামলা ও পেকুয়া থানার দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড শুনানি করা হয় আদালতে। শুনানি শেষে তাকে সাতটি মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তন্মধ্যে চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার সকাল ৯টায় চকরিয়া থানা হেফাজত থেকে আদালতে তোলা হয় জাফর আলমকে। এ সময় পেকুয়া থানার আরেকটি মামলায় পুলিশ শ্যোন অ্যারেস্ট দেখানোসহ রিমান্ড চেয়ে করা আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বছরের ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনে সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে ৮টি মামলা রুজু করা হয়।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে আদালতে নেওয়া হয়। এরপর তাকে আদালত থেকে সোজা নিয়ে যাওয়া হয় পেকুয়া থানার হেফাজতে।

পেকুয়া থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, বুধবার থেকেই পেকুয়া থানার তিন মামলায় সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে সাবেক এমপি জাফর আলমকে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে নির্মিত হচ্ছে লেকভিউ গার্ডেন
পরবর্তী নিবন্ধস্টেশন রোডে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ, ৯ ব্যবসায়ীকে জরিমানা