কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির প্রথম সভা গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার আহ্বায়ক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
সভায় আইজেক প্রকল্পের পক্ষ থেকে দলনেতা মো. ইব্রাহিম খলিল ভূঁইয়া প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান, আইজেক প্রকল্পের আওতায় ৪০০ জন উদ্যোক্তা ও লিঙ্গ সংবেদনশীল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৫০ জনকে ব্র্যান্ডিং সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১৫টি উঠান বৈঠকের মাধ্যমে পর্যটন সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগ চিহ্নিত করা হয়েছে। ২০ জন নারী উদ্যোক্তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
সভায় বক্তারা পেকুয়া উপজেলার সম্ভাবনাময় পর্যটন মগনামা ঘাট ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পর্যটন কেন্দ্র স্থাপনের পরামর্শ দেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার প্রয়োজনীয়তা এবং পর্যটন সম্পর্কিত বিভিন্ন স্থানগুলোর উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।