পেকুয়ায় হাতির পায়ে পিষ্ট বাকপ্রতিবন্ধী কাঠুরে

পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বনের ভেতর লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক বাকপ্রতিবন্ধী কাঠুরে। খবর পেয়ে বনবিভাগের একটি দল ক্ষতবিক্ষত ওই কাঠুরের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে। গতকাল বুধবার পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের পাহাড়ি জনপদ ছনখোলা বনের ভেতর এই ঘটনা ঘটে। নিহত কাঠুরের নাম আবদুর রহমান (৪০)। তিনি টৈটং ইউনিয়নের কেরুনছড়ি গ্রামের শাহ আলমের পুত্র।

বন্য হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে বাকপ্রতিবন্ধী আবদুর রহমান নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীনস্থ টৈটং বনবিট কর্মকর্তা জমির উদ্দিন। তিনি দৈনিক আজাদীকে বলেন, প্রতিদিনের মতোই বাকপ্রতিবন্ধী আবদুর রহমান বনের ভেতর লাকড়ি সংগ্রহে যায় বুধবার সকালে। কিন্তু দুপুর ১টার দিকে দলছুট একটি হাতির সামনে পড়ে যান তিনি। এ সময় প্রথমে আঁছড়িয়ে ও পরে পায়ের তলায় পিষ্ট করে মারে ওই কাঠুরেকে।

বিট কর্মকর্তা জানান, খবর পেয়ে বিকেল ৩টার দিকে বনবিভাগের একটি দল অকুস্থলে গিয়ে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এরপর সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, হাতির আক্রমণে নিহত কাঠুরিয়ার লাশ দাফনে সহায়তা দেওয়া হচ্ছে। সরকারিভাবে যাতে পরিবারটি আর্থিক সহায়তা পায় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহালদায় অভিযান দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধদোস্ত বিল্ডিংয়ে জুয়ার আসরে অভিযান, আটক ১৬