পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের বাড়ি হাটহাজারী

অসুস্থ মাকে দেখা হলো না সন্তানের

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ৯:৩৩ অপরাহ্ণ

অসুস্থ মাকে দেখতে সকাল সকাল গ্রামের বাড়ির উদ্দেশ্যে স্ত্রী ও সন্তানদের নিয়ে রওনা হয়েছিলেন ফিরোজ আহমেদ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গর্ভধারিণী মায়ের সাথে শেষ দেখা হলোনা তার। একটি সড়ক দুর্ঘটনা পথেই নিভিয়ে দিলো ফিরোজ (৪৭) সহ তাঁর স্ত্রী শাহিন আকতার (২৯) ও তাঁদের ৬ মাস বয়সী সন্তান জাহেদুল ইসলামের জীবন প্রদীপ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নিহতের চাচাতো ভাই জানে আলম জিতু এ প্রতিবেদককে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে একইদিন সকাল ৭টার দিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়। নিহত ফিরোজ-শাহিন দম্পতির দুই সন্তান শাহেদ (৭) ও জান্নাত (৪) এ ঘটনায় আহত হয়ে বর্তমানে চকরিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের চাচাতো ভাই জানে আলম জিতু জানান, হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়ন ৫নং ওয়াডস্থ আলী শাহ ফকির বাড়ীর মৃত মুন্সি মিয়ার পুত্র ফিরোজ আহমেদ দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে স্ত্রী, সন্তানদের নিয়ে চকরিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। সেখানে তিনি ব্যাটারী চালিত অটোরিকশার মেকানিক হিসেবে কাজ করতেন। গ্রামের বাড়িতে অসুস্থ মাকে দেখতে পরিবার নিয়ে পেকুয়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে চট্টগ্রাম আসার পথে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ডাম্পার ট্রাক তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন ও আহতদের হাসপাতালে নেয়ার পথে একজনসহ মোট পাঁচজন নিহত হন। বর্তমানে স্বজনরা নিহত হাটহাজারীর মাদার্শার ফিরোজ আহমেদ, তার স্ত্রী শাহীন আক্তার ও সন্তান জাহেদুল ইসলাম এর লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

একইদিন রাত এগারটার দিকে গ্রামের বাড়ী দক্ষিণ মাদার্শার ইউপির আলী শাহ ফকির বাড়ী সংলগ্ন মসজিদ মাঠে মরহুমদের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হবে।

জানতে চাইলে ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাহান বাদশা নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার এই খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রসঙ্গত, দুর্ঘটনায় নিহত অপর দুইজন হলেন, সিএনজি চালক পেকুয়া ইউপির ধনিয়াকাটা এলাকার মনিরুল মান্নান (২২) ও উজানটিয়া ইউনিয়নের সোনালি বাজার এলাকার আবদুর রহমান (২৯)।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শিল্পের উন্নয়নে আধুনিকায়নের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধমদ খেয়ে মাতলামি, সেনাবাহিনীর হাতে আটক ১