পেকুয়ায় শ্রমিকদল নেতা শওকত হত্যা মামলার অন্যতম আসামি খোরশেদ প্রকাশ খুইশ্যাকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেকুয়া থানার এসআই মাসুকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে পেকুয়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামি খোরশেদ (৩৪) পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর গোঁয়াখালী এলাকার নওশা মিয়ার পুত্র।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ওসি (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রমিকদল নেতা শওকত হত্যা মামলার আসামি খোরশেদ প্রকাশ খুইশ্যাকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামিকে আদালতে প্রেরণ করে জিজ্ঞেসাবাদের জন্য রিমান্ডে আবেদন করা হবে। তিনি আরও জানান,শওকত হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
গত ২৬ আগষ্ট সোমবার রাত ৯টায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেকুয়া উপজেলা শ্রমিক দল নেতা নিহত হন। কক্সবাজারের পেকুয়া বাজার ওয়াবদা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক নেতা শওকত ইসলাম শহিদ (৩৬) উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের পুত্র। তিনি পেকুয়া সদর পশ্চিম জোনের শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।