পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাইফুল ইসলামের বাড়িতে এ অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় অস্ত্রের ব্যারেল, সুটিং স্প্রিং, ফিটিংস সরঞ্জাম, ড্রিলিং মেশিন, হাতুড়িসহ দেশীয় অস্ত্র তৈরির নানান সরঞ্জাম উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গত সোমবার উজানটিয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের উপর প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর অস্ত্রধারী সাইফুলের বাড়িতে অভিযান চালাতে গিয়ে স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে পড়েন পুলিশ। এ সময় পেকুয়া সেনা ক্যাম্পের সহযোগিতায় পরবর্তীতে অস্ত্রধারীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে সাইফুলকে আটক করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধ২৮ ও ২৯ মার্চ পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে
পরবর্তী নিবন্ধ৫৮ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগে চবি কর্মচারীকে বরখাস্ত